১০ মার্চ, ২০২৫

আলু তুলতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

আলু তুলতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ফসলের মাঠে আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক নারী মারা গেছেন।

রবিবার সকালে ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাহিদা বেগম একই গ্রামের আফছার আলীর স্ত্রী বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, সকালে মাঠে আলু তুলতে যান সাহিদা বেগম।

এ সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তখন আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই সাহিদা বেগম মারা যান।