রংপুরের বদরগঞ্জ উপজেলায় ফসলের মাঠে আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক নারী মারা গেছেন।
রবিবার সকালে ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাহিদা বেগম একই গ্রামের আফছার আলীর স্ত্রী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, সকালে মাঠে আলু তুলতে যান সাহিদা বেগম।
এ সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তখন আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই সাহিদা বেগম মারা যান।