১০ মার্চ, ২০২৫

বেসামাল বাতাশে হৃদয় পোড়া গন্ধ...

বেসামাল বাতাশে হৃদয় পোড়া গন্ধ...

বেসামাল বাতাশে হৃদয় পোড়া গন্ধ
পুড়ছে পুড়ছেই....

হ্যাঁ এটাকে তোমার কাছে নিছক খেয়ালিপনাও মনে হতে পারে।

মনে হতে পারে, দুরে সরিয়ে দেওয়ার পর তোমাকে কেবল

দগ্ধ হৃদয়ের কাল্পনিক কোনো সাস্ত্র শোনাচ্ছি। 

অবশ্য এসব মনে করার অধিকার তোমার আছে।

তোমার ভাবনায় তুমি আর তোমার অস্তিত্ব।

কিন্তু আমার ভাবনায় ঘুটঘুটে অন্ধকারে এক পশরা তুমি।

প্রায় রাতেই তুমি এসে জীবনের সব গল্পকে উদাস করে তোলো।

ছন্দহীন করে তোলো নিরেট আমাকে....
এতো কিছুর পরও তুমি মহাবিশ্বের মহারানী।

আর আমি কেবলই ভালোবাসাহীন এক ভবঘুরে...।