১০ মার্চ, ২০২৫

গুরুদাসপুরে অবৈধভাবে পুকুর খননের দায়ে চালক আটক, ব্যাটারি জব্দ

গুরুদাসপুরে অবৈধভাবে পুকুর খননের দায়ে চালক আটক, ব্যাটারি জব্দ

গুরুদাসপুরে অবৈধভাবে পুকুর খননের মাটি বহনের অপরাধে চালকসহ একটি ট্রাক্টর আটক করা হয়েছে। এসময় খনন যন্ত্রের দুটি ব্যাটারিও জব্দ করা হয়।

অবৈধ পুকুর খননের খবর পেয়ে রোববার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজারের পশ্চিম লক্ষীপুর এলাকায় মোবাইল কোর্টের চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

অভিযানের সময় মাটি পরিবহনের দায়ে চালকসহ মাটি বহনের কাজে ব্যাবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়। জব্দ করা হয় খনন যন্ত্রের ২ টি ব্যাটারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, কোনো অবস্থাতেই ফসলি জমির উর্বর ভূমি কেটে অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই তিনি বেশ কিছু জেল- জরিমানা করেছেন। অসাধু চক্র আইন না মানলে প্রশাসন আরো কঠিন হবে। তাই তিনি অবৈধভাবে পুকুর খনন থেকে মাটি চক্রকে বিরত থাকার আহ্বান জানান।