৬ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। এরই মধ্যে দিয়ে ভারত এবারের চ্যাম্পিয়নস ট্রফি চ্যাাম্পয়ন দল। আবারো শিরোপা ঘরে তুললো রোহিতের দল।
গিল-কোহলি-রোহিতের পর ফিরলেন আইয়ার
৪৪ রানের লং অনে আইয়ারের সহজ ক্যাচ ফেলেন জেমিসন। জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না এই ব্যাটসম্যান। স্যান্টনারের বলে দারুল ক্যাচ নিয়ে তাকে ফিরিয়েছেন রাচিন রবীন্দ্র। ফেরার আগে ৬২ বলে ৪৮ রান করেছে আইয়ার। তার আগে ফিরেগেছেন শুবমান গিল, কোহলি আর রোহিত শর্মা।
চ্যাম্পিয়ন হতে ভারতের টপকাতে হবে ২৫২ রান
গ্রুপ পর্বের সেই ম্যাচেরই যেন পুনরাবৃত্তি ঘটতে চলেছে। হলোও তাই। রবীন্দ্র জাদেজা, বরুণদের বোলিং তোপে রিতিমতো দিশেহারা নিউজিল্যান্ড শিবিরি। দুবাই আন্তর্জাাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সাবধানি শুরুই করেছিল নিউজিল্যান্ড।
কিন্তু সেই সতর্ককতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিয়মিত উইকেট ক্ষুইয়েছেন কেইন উলিয়ামসনরা।
শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে ভারতকে করতে হবে ২৫৩ রান।