রমজান এলেই বাজারে পণ্যের দাম। এবারো কিছু পণ্যের দাম বেড়েছে। অসাদু ব্যবাসয়ীরা সিন্ডিকেট করে এসব পণ্যের দাম বারিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বাজারের এই সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান চালু করেছেন খুলনার শিক্ষার্থীরা। নগরের শিববাড়ী মোড়ে চালু হওয়া এই দোকানে পাইকারি দামে নিত্যপণ্য ও সবজি বিক্রি করা হচ্ছে।
৩ রমজান থেকে চালু হওয়া দোকান স্থানীয়দের মধ্যে বেশ সারা ফেলেছে। মানুষ এসে এই দোকান থেকে কম দামে নিত্যপন্য কিনে নিয়ে যাচ্ছেন।