৯ মার্চ, ২০২৫

এপ্রিলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, কবে, কোথায় ম্যাচ

এপ্রিলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, কবে, কোথায় ম্যাচ

চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ততা পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। পুরো মার্চ মাসজুড়ে চলবে এই টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে জিম্বাবুয়েকে দিয়ে এপ্রিল মাসে।

আগামী মাসে দুটি টেস্ট খেলতে আসবে জিম্বাবুয়ে। তবে এই সিরিজে কোনো ম্যাচ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে না। আজ বিসিবির দেওয়া সূচি অনযায়ী দুটি ম্যাচের েএকটি সিলেট ও অন্যটি হবে চট্টগ্রামে।

আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল থেকে হবে সিলেট আন্তর্জাতিব ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ এপ্রিল থেকে ২ মে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এই সিরিজটি। ২০২০ সালেরে পর প্রথমবারের মতো দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল।

দেশের মাটিতে শেষ দেখায় জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০২১ সালে হারারেতে আরেকটি টেস্ট খেলে দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।