৯ মার্চ, ২০২৫

গতি-ফিটনেস-তারকাখ্যাতি ওসব নিয়ে ভাবেন না নাহিদ রানা

গতি-ফিটনেস-তারকাখ্যাতি ওসব নিয়ে ভাবেন না নাহিদ রানা

ক্রীকেটাঙ্গণে বেশ আলোচিত-ই হয়েছেন পেসার নাহিদ রানা। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ-ভারতের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বার বারই প্রশ্ন উঠছিল নাহিদ রানাকে নিয়ে।

প্রশ্ন হবে নাইবা কেন। তিনি নিয়োমিত বল করেন ১৪৫ কিলোমিটার গতিতে। মাঝে মাঝে ১৫০ গতিও ছুঁয়ে ফেলেন। যা ব্যাটসম্যানের জন্য খেলাটা কঠিন হয়ে উঠে।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে ছুটি কাটাতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন নাহিদ রানা। আজ শনিবার ফিরেছেন। সন্ধ্যায় নেমেছেন জীমে।

তখনই নিজের ফিটনেস-গতি আর তারকাখ্যাতি নিয়ে কথা বলেছেন। ‘আমি ওসব নিয়ে তেমন টা ভাবিনা। আগে ভাবতাম। এখন সব স্বাভাবিক মনে হয়।’