আগে সামুদ্রিক পানিতে এক কানি জমিতে লবন উৎপাদন হতো ২০০ থেকে ৩০০ মণ। কিন্তু এখন তা বেড়ে ৬০০ থেকে ৭০০ মণ। লবনের এমন ম্যাজিক্যাল উৎপাদন কুতুবদিয়ায়।
সমুদ্রের লোনাপানির বদলে কুতুবদিয়ার লবনচাষীরা এখন পাতাল ফুঁড়ে ভূগর্ভস্থ পানি তুলে লবন চাষ করছেন। তাতেই উৎপাদনে এমন ম্যাজিক্যাল পরিবর্তন। অথচ কুতুবদিয়ার চারপাশজুড়ে সমুদ্রের লোনা পানি।
বিস্তারিত আসছে