৭ মার্চ, ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামপুরে প্রতিবাদ ও বিক্ষোভ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামপুরে প্রতিবাদ ও বিক্ষোভ

"লাগাও রশি মারো টান, ধর্ষক হবে খান খান" এই শ্লোগানে দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের  ইসলামপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬মার্চ) বিকালে সচেতন ছাত্র জনতার আয়োজনে ইসলামপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন আরিফুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাবিল খান,শিক্ষক প্রতিনিধি হামিদুর রহমান, সাখাওয়াত হোসেন জনি ও সুশীল সমাজের আব্দুস সামাদসহ অনেকেই । 

এসময় বক্তারা সম্প্রতি ইসলামপুরে এক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও গণধর্ষনের বিচার, আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।