৬ মার্চ, ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের সাথে গত ম্যাচে জ্বলে উঠতে পারেনি কেইন উইলিয়ামসন। তবে আজকে আর তাকে আটকে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। কেইন উইলিয়ামসনের সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্রও।

রবীন্দ্র খেলেছেন ১০৮ ও উইলিয়ামসন ১০২ রানের ইনিংস খেলেছেন। একসাথে দুই সেঞ্চুরি চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন এক রেকর্ড গড়ে দিয়েছে।

সেই রেকর্ডের হাত ধরে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ ইউকেটে এই আসরের সর্বোচ্চ ৩৬২ রান তুলেছে।

সেই রান টপকাতে গিয়ে ৬৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত রইলেন ডেভিট মিলার। যদিও তার দল নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিল।

৯ মার্চের ফাইনাল ম্যাচে ভারতের প্রতিপক্ষ হলো আগের ম্যাচের পরাজিত দল নিউজিল্যান্ড।