৫ মার্চ, ২০২৫

তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে পুঁজি হারাতে বসেছেন দুই উদ্যোক্তা

তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে পুঁজি হারাতে বসেছেন দুই উদ্যোক্তা

তিস্তা চরের বেলে দোআঁশ মাটিতে দেশের সব চেয়ে বড় আকারের স্ট্রবেরি চাষ করেছেন প্রবাস ফেরত দুই উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনর রশিদ। আশা ছুল তাদের উৎপাদিত স্ট্রবেরি বিদেশে রপ্তানি করা হবে। আসবে বৈদিক মুদ্রা। 

কিন্তু সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। স্ট্রবেরির চারা কিনতে ব্যপকভাবে প্রতারণার শিকাী হয়েছেন তারা। দেড়কোটি টাকা বিনিয়োগ করে এখন পুঁজি হারাতে বসেছেন।