২৭ মে, ২০২৩

কৃষ্ণচূড়ায় সুশোভিত ইবি ক্যাম্পাস

কৃষ্ণচূড়ায় সুশোভিত ইবি ক্যাম্পাস

চারিদিকে উষ্ণ রোদ্দুর। বাংলা প্রকৃতির প্রথম ঋতু গ্রীষ্ম। আর গ্রীষ্মের তপ্ত রোদ্দুরে জনজীবন হয়ে পড়েছে অতিষ্ঠ। এই কাটফাটা রোদের মাঝেও গ্রীষ্ণের আরেকটি রুপের দেখা মেলে। সেই রূপটি হচ্ছে রক্তের মতো রাঙ্গা কৃষ্ণচূড়া আর সোনালি ফুলের রঙিন আভা।

এই চিরচেনা রূপটির দেখা মেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। যা তপ্ত রোদ্দুরকে ছাপিয়ে প্রকৃতি ও মানব মনকে স্পর্শ করে। এই বিদ্যাপিঠের মেইন গেট পেরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলেই হলুদে আচ্ছাদিত সোনালু ফুলের দেখা মিলবে। যাতে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতিপ্রেমীদের চোখ আটকে যায়। এই স্থানটি শিক্ষার্থীদের কাছে পরিচিত ডায়না চতুর হিসাবে। ক্লাস ও পরিক্ষার অবসরে সেখানে বসে গল্প ও গানের আসর।

১৭৫ একর বিস্তৃত ক্যাম্পাসটির বিভিন্ন অনুষদ ও আবাসিক হলের সামনে ফুলগাছগুলোর দেখা মেলে। ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মিনারের পেছনে, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে, এছাড়াও খালেদা জিয়া হলের ভিতরে ফুটেছে গ্রীষ্মের রঙে রাঙা কৃষ্ণচূড়া ফুল।

গাছগুলোর ডালে ডালে চোখ ধাঁধানো রঙের উজ্জ্বল্য ছড়াচ্ছে রক্তলাল এই কৃষ্ণচূড়া ফুল। দীর্ঘ ও প্রসারিত গাছগুলোর ফুলের প্রাচুর্যে লাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এ যেন লাল রঙের এক মায়াবী আবরণে বেষ্টিত। যার ফলে শিক্ষার্থীদের মনে দোলা দিচ্ছে হরেক রকমের ছবি আর স্বপ্ন।

সেই স্বপ্নকে কখনো ক্যামেরার ফ্রেমে আবদ্ধ করছে শিক্ষার্থীরা। এভাবেই রক্তলাল কৃষ্ণচূড়া ও সোনালু ফুল শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনকে আলোড়িত করছে। এছাড়াও জারুল, হিজলসহ গ্রীষ্মের সকল ফুলে ছেয়ে গেছে ক্যাম্পাসটি। আর এই ফুল দেখা মেলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।

বাহারি ফুলের রঙিন ক্যাম্পাস নিয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু সালমান বলেন, রক্তে মতো লাল কৃষ্ণচূড়ায় আচ্ছাদিত হয়েছে পুরো ক্যাম্পাস। এই ফুলগুলো যত দেখি তত মুগ্ধ হই। গ্রীষ্ম এলেই জারুল, কৃষ্ণচূড়া, ও সোনালু ফুলে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। তারই এক উপমা এই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

ফুলের সৌন্দর্যের অনুভূতি জানাতে গিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী জামাল জানায়, গ্রীষ্মের এই কৃষ্ণচুড়া আর সোনালু ফুলে ক্যাম্পাসটি এক টুকরো স্বর্গে পরিণত হয়েছে। যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। এই সবুজ বৃক্ষের ফুল মুগ্ধ করেছে আমায়। প্রকৃতির উষ্ণতা ও রুক্ষতা ভুলিয়ে যা আমাদের দেয় অপার স্বস্তি ও অনাবিল শান্তি ।

কৃষ্ণচূড়া শুধু প্রকৃতিকে ত্বরান্বিত করে না সেই সাথে মানুষের মন কেউ ত্বরান্বিত করে। কৃষ্ণচূড়া ফুলের মতো এতো অপরুপ সৌন্দর্য অন্য কোনোফুলে আছে কিনা জানা নেই।