সাতক্ষীরা জেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে আপন সহোদর দুই ভাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার নামাজে জানাযা শেষে পারিকারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকার মৃত একিম সরদারের মেজো পুত্র রফিয়াল সরদার (৭৫) ও ছোট পুত্র কফিল উদ্দিন সরদার (৭০) ইন্তেকাল করেছেন। রাফিয়াল সরদার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন সরদার মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১ টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে রাফিয়াল সরদার চার পুত্র, দুই কন্যা ও স্ত্রী এবং কফিল উদ্দিন সরদার এক পুত্র, তিন কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
শনিবার জোহর নামাজের পর তেঁতুলিয়া জামে মসজিদ মাঠে দুই ভাইয়ের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলি, যুগ্ম আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, নায়েবে আমির হাফেজ নুরুজ্জামান সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্ত / আরেফিন