চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড। এই ম্যাচে দেখা গেল নাজেহাল এক ইংল্যান্ডকে। মাত্র ১৮০ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে অনায়াস জয় পেল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ তো চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছেই, দুই হারে সেমিফাইনাল খেলার সুযোগ সংকীর্ণ হয়েছে ইংল্যান্ডেরও। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
এরই মধ্যে ব্যার্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জজ বাটলার।
তবে ইংল্যান্ড-বাংলাদেশ তো দুই গ্রুপে। তাহলে ইংল্যান্ডের হারে বাংলাদেশের লাভ কীভাবে?
ইংল্যান্ডের হারে বাংলাদেশ ৩ কোটি টাকা বেসি পাচ্ছে আইসিসির কাছ থেকে।