১ মার্চ, ২০২৫

ক্লাবগুলোকে কী সত্যি ধ্বংস করা হচ্ছে

ক্লাবগুলোকে কী সত্যি ধ্বংস করা হচ্ছে

বাংলাদেশ ফুটবলে  জাতীয় দলের ম্যাচ মানেই বন্ধ হয় ঘরোয়া ম্যাচ। অনূর্ধ্ব-২৩ দলের খেলা থাকলেও ঘরোয়া ফুটবলের ঝাঁপি বন্ধ। মাসখানেক তো বন্ধই থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। বরং বন্ধ থাকার সময় দেড় মাসে পৌঁঁছেছে।

প্রিমিয়ার লিগের প্রথ পর্ব শেষ হয়েছিল ২৫ জানুয়ারি। এরপর দ্বিতীয় পর্বের এক রাউন্ড হয়েছে ২১ ও ২২ ফেব্রুয়ারি। ২৫ মার্চ শিলংয়ে জাতীয় দলের ভারত ম্যাচ শেষে লিগ শুরু হবে ১১ এপ্রিল।

প্রথম পর্বের পর পুরোদমে দ্বিতীয় পর্ব শুরু হতে আড়াই মাস পার।