১ মার্চ, ২০২৫

কেঁচো সার উৎপাদন করেন তারা

কেঁচো সার উৎপাদন করেন তারা

২০১৭ সালে ইউনিয়ন কৃষি কর্মকর্তার পরামর্শে কেঁসো সার উৎপাদন শুরু করেন  কিষানি অঞ্জু মজুমদার। কৃষি কর্যালয়ে থেকে ২৫০ গ্রাম কেঁচো দেওয়া হয় তাকে। এখন আঞ্জু মজুমদারের কাছে কেঁচো রয়েছে ৫ কেজি।

বাড়িতে পালন করা ২টি গরুর গোবর থেকে এসব কেঁচো দিয়ে প্রতি দেড় মাসে ৫০০ কেজি সার উৎপাদন করেন তিনি।

নিজেদের দুটি মিশ্র সবজি ও ফলের বাগানে ব্যবহারের পর উদ্বৃত্ত হিসেবে সার বিক্রি করেন তিনি।