২০১৭ সালে ইউনিয়ন কৃষি কর্মকর্তার পরামর্শে কেঁসো সার উৎপাদন শুরু করেন কিষানি অঞ্জু মজুমদার। কৃষি কর্যালয়ে থেকে ২৫০ গ্রাম কেঁচো দেওয়া হয় তাকে। এখন আঞ্জু মজুমদারের কাছে কেঁচো রয়েছে ৫ কেজি।
বাড়িতে পালন করা ২টি গরুর গোবর থেকে এসব কেঁচো দিয়ে প্রতি দেড় মাসে ৫০০ কেজি সার উৎপাদন করেন তিনি।
নিজেদের দুটি মিশ্র সবজি ও ফলের বাগানে ব্যবহারের পর উদ্বৃত্ত হিসেবে সার বিক্রি করেন তিনি।