১ মার্চ, ২০২৫

সোমবার বিসিবির সভা, কী থাকছে আলোচনায়

সোমবার বিসিবির সভা, কী থাকছে আলোচনায়

আগামী সোমবার বাংলাদেশ ক্রিকেটপ বোর্ডের (বিসিবি) কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ।

যদিও বৈঠকের আলোচ্যসূচিতে কী থাকবে সে বিসয়ে জানানো হয়নি পরিচালকদের।

তবে সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের ব্যার্থতা, জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ঘরোয়া ক্রিকেটর সূচি পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ আরো কয়েকটি বিষয়ের সাথে জাতীয় দলের মেয়াদ শেষ হওয়া কোচিং স্টাফদের সদস্যদের বিষয়ে আলোচনা হবে।

এই আলোচনায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। একজন পরিচালক বলেছেন, সালাউদ্দিন দায়িত্ব নিয়েছে খূব বেশি দিন হয়নি। তার কাজের ধরণ নিয়ে পরিচালকরা খুশি। েএই মুহুর্তে তার বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে না।

প্রধান কোচ ফিল সিমন্সের সম্ভাব্য বিকল্প খুঁজলেও দায়িত্ব দেওয়ার মতো তেমন কাউকে পায়নি বিসিবি।