১ মার্চ, ২০২৫

বিরলে জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

বিরলে জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

বিরলের ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ইভিরামপুর রিয়াজুল জান্নাহ জামে মসজিদ এর শুভ উদ্বোধন হয়েছে।  

শুক্রবার জুম্মার নামাজের মধ্যে দিয়ে মসজিদের শুভ উদ্বোধন করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ পরিচালনা করেন আলহাজ্ব যুবাইর সাঈদ। 

মসজিদ টি ইভিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা ক্বওমী মাদ্রাসা সংলগ্ন ৩ শতক জায়গার উপরে টিন ও কাঠের সমন্বয়ে তৈরী করা হয়েছে এতে প্রায় ৩০-৪০ জন মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবেন।  

ইভিরামপুর গ্রামের সমাজ সেবক মসজিদের জমি দাতা আজাহার আলী জানান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণের পরিকল্পনা, যা আমার ছেলে ইভিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা ক্বওমী মাদ্রাসা মুফতী আকরাম হোসেন এর একান্ত প্রচেষ্টা ও গ্রামবাসীর সার্বিক তত্বাবধানে নির্মিত হয়েছে।

আল্লাহ এই মসজিদ কবুল করে সঠিক ভাবে পরিচালিত করার তৌফিক দান করুক এছাড়াও এই মসজিদটি প্রসারিত ও ভবন তৈরীতে এলাবাসী সহ সমাজের ধর্মপ্রাণ সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।