গ্লেন ম্যাক্সওয়েলের ওই ডাবল সেঞ্চুরি আলোচনায় আসবে বারবার। আফগানিস্তান-অস্ট্রেলিয়া মুখোমুখি হলে তো কথাই নেই।
চ্যাম্পয়িনস ট্রফিতে আগামীকার মুখোমুখি হওয়ার আগে প্রত্যাশিতভাবেই ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি আলোচনায় এসেছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহও প্রত্যাশিত উত্তরটা দিয়েছেন। তিনি নিশ্চয়ই ম্যাক্সওয়েলকে নিয়ে তাদের পরিকল্পনা ফাঁস করবেন না।
সেদিন ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেটিও চোটের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে।
ম্যাক্সওয়েলের ওই ইনিংসেই বিশ্বকাপে ছন্দ খুঁজে পেয়েছিল অস্ট্রেলিয়া। আর আফগানিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়া হাশমতউল্লাহই ছিলেন সেই ম্যাচের অধিনায়ক। ওই ইনিংসের প্রভাব কতটা, সেটি তিনি ভালো করেই জানেন।
চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে ইংল্যান্ডকে বিদায় করে শেষ চারে টিকে আছে আফগানিস্তান। গতকালকের সেই ম্যাচে ইংল্যান্ডের পিলে চমকে দিয়েছে ইব্রাহিম জাদরান। তিনি ডেকেটের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন। ব্যক্তিগত রান করেছেন ১৭৭। আর দলীয় রান ছিল ৩২৫। ম্যাচটি ৮ রানে হেরেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হার, ইব্রাহিম জাদরানের রেকর্ড ১৭৭ রান অবশ্যই অষ্ট্রেলিয়া শিবিরিকে বেশ ভাবাচ্ছে।