২৭ ফেব্রুয়ারি, ২০২৫

গ্যালিারিতে ‘আসেনসিও মরো—স্লোগান’, জিতল রিয়াল

গ্যালিারিতে ‘আসেনসিও মরো—স্লোগান’, জিতল রিয়াল

প্রথামার্ধের ম্যাচ শেষ হওয়ার আগেই হঠাৎ মাঠের খেলা থেমে গেল। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজই সান সেবাস্তিয়ানে খেলাটি থামিয়েছেন।

কারণ, রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভিনিসিয়ুস জুনিয়র তাকে জানিয়েছেন, গ্যালারি থেকে রাউল আসেনসিওকে উদ্দেশ্য করে ‘আসেনসিও মরো’ স্লোগান শুনতে পেয়েছেন খেলোয়াড়েরা।

এজন্য বাধ্য হয়েই স্পেনের ‘অ্যান্টি হেট প্রটোকল’ নিয়মের অধীন খেলা থামাতে হলো। এরপর স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল একটি বার্তা, যেটা লাউডস্পিকারেও পাঠ করে শোনানো হলো দর্শকদের, ‘বর্ণবাদী, জাতিগত-বিদ্বেশ ও অসহিষ্ণু স্লোগানস দেওয়া যাবে না। দলকে সমর্থন দিন, প্রতিপক্ষকে সম্মান করুন’।

রিয়ালের ২২ বছর বয়সী সেন্টারব্যাক আসেনসিও সাম্প্রতিক সময়ে স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে তার বিরুদ্ধে দর্শকদের স্লোগান শুনছেন। কিন্তু সে জন্য ম্যাচে খেলা থামানোর ঘটনা এই প্রথম।

তার বিরুদ্ধে দর্শকদের খেপে ওঠার কারণ একটি পুলিশি মামলা। রিয়ালের বয়সভিক্তিক দলের দুজন খেলোয়াড় অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের আপত্তিকর ভিডিও করেছিলেন। যেটা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অভিযেোগ মামলা এবং তদন্ত চলছে স্পেনের আদালতে আসেনসিওর বিরুদ্ধে।

তবে ম্যাচটি জিতেছে রিয়াল।