২৭ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানি কোচের মুখে তাসকিন-নাহিদের প্রশংসা

পাকিস্তানি কোচের মুখে তাসকিন-নাহিদের প্রশংসা

এবারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের তেমন কোনো প্রাপ্তি নেই। টানা দুই ম্যাচ হেরে আসার থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে বাংলাদেশ। 

তবে এই করুণ পস্থিতির মধ্যে যতটুকু আলোচনা কুড়িয়েছে বাংলাদেশ সেটুকু কেবল পেসারদের নিয়েই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নতির পেছনে পেসার অবদানের কথাও উঠে আসছে বারবার।

এবার তো পাকিস্তান কোচ আকিব জাভেদের কন্ঠেও পেসারদের প্রশংসা শোনা গেল।

এদিকে বাংলাদেশ বিদায় নিয়েছে। সেই বিদায়ে সঙ্গি হয়েছে পাকিস্তানও। আকিব জাভেদের দল কাল চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

দুই দলের জন্যই আগামীকালের ম্যাচটি নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের প্রশংসার করলেন কোচ আকিব জাভেদ।