২৭ ফেব্রুয়ারি, ২০২৫

‘কায়া তরুবর পঞ্চবি ডাল...’

‘কায়া তরুবর পঞ্চবি ডাল...’

বইমেলার শিশু কর্নারে পলাশের শাখা ভরে আছে রক্তিম ফুলে ফুলে। তার পাশেই খোলা মঞ্চে চর্যাপদের পদগুলো পরিবেশন করছিলেন সাধক শিল্পীরা, ‘কায়া তরুবর পঞ্চবি ডাল...।’

বসন্তের শেষ বিকেলে মেলায় আসা শিশু আর তাদের অভিভাবকেরা আগ্রহ নিয়েই সেই চর্যাপদ উপভোগ করছিলেন। আজ বুধবার মেলায় প্রবেশ করতেই এমন দৃশ্য চোেখে পড়ে।

এখানে প্রতি বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবনগর সাধুঙ্গ চর্যাপদের গান আসর করে থাকে বলে জানালেন লোক-গবেষক ও ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি সাইমন জাকারিয়া।

আজ ছিল ৫৩৭তম আসর, ১২ বছর ধরে চলছে এ আয়োজন। শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজনী তানিয়া, বাউল অন্তরসহ অনেকে শ্রোতাদের গানে গানে মাতিয়ে রেখেছিলেন সন্ধ্য পর্যন্ত।