২৭ ফেব্রুয়ারি, ২০২৫

তারাগঞ্জে নারীদের বন্ধ হওয়া সেই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তারাগঞ্জে নারীদের বন্ধ হওয়া সেই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখা ও ইত্তেহাদুল উলামা নামের স্থানীয় একটি সংগঠনের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া নারী ফুটবল দলের খেলা আবার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে তারাগঞ্জ উপজেলার বুড়িহাট উচ্চবিদ্যালয় মাঠে গাজীপুর বনাম জয়পুরহাট নারী ফুটবল দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় প্রশাসন ম্যাচটির আয়োজনে সহযোগীতা করেছে।

খেলার আয়োজক সূত্র জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি উপজেলার সয়ার েইউনিয়নের বুড়িহাট উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের খেলার আয়োজন করেন স্থানীয় লোকজন।

ওই দিন রাজশাহী ও জয়পুরহাট নারী ফুটবল দলের খেলার জন্য মাঠে আসে। কিন্তু স্থানীয় ইসলামী আন্দোলন বাধা দেয়। এতে তাৎক্ষণিক খেলাটি বন্ধ হয়ে যায়।