২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ডাকেটের রেকর্ড ভেঙে ১৭৭ রান করে সবার ওপরে জাদরান

ডাকেটের রেকর্ড ভেঙে ১৭৭ রান করে সবার ওপরে জাদরান

বেন ডাকেট রেকর্ডটা লিখেছিলেন চার দিন আগেই। ২১ বছরৈর পুরোনো ওই রেকর্ড ভেঙে ছিলেন ডাকেট। কিন্তু সেই রেকর্ড তিনি চার দিনও ধরে রাখতে পারেন নি।

দুর্দান্ত এক ইনিংস খেলে ডাকেটের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড লিখেছেন আফগানিস্তানের  ইব্রাহিম জাদরান।

রেকর্ডটা হলো চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন তিনি। আজ জাদরানের এই রেকর্ডের সাথে লেখা থাকলো ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডের নামও। কারণ ১৭৭ রানের ব্যক্তিগত সংগ্রহ জাদরান আজ করেছেন ইংল্যান্ডের বিপক্ষেই।

শুধু যে ডকেটের রেকর্ডটাই ভেঙে ফেলা হয়েছে তা নয়। একই সঙ্গে ইংল্যান্ডকে জাত শিক্ষা দিয়েছে জাদরানের  আফগানিস্তান। শক্তির বিচারে যদি বলা যায় তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের তুলানায় শক্তির দিক থেকে বহুগুণ পিছিয়ে আছে আফগানরা। তবুও আজ আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আফগানিস্তান করেছে ৩২৫ রান।