২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বদলগাছীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধণা

বদলগাছীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধণা

নওগাঁর বদলগাছীতে ৮নং গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মাহমুদা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

গত মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি বিকেল ৪টায় উপজেলার   সদর ইউনিয়নের ৮নং গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসাঃ রেবেকা সুলতানার সভাপতিত্বে এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা ইনস্ট্রাক্টর  জনাব মোঃ  জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুজাউল ইসলাম সহ আরো অনেকে।

গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাঃ রেবেকা সুলতানা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে।

তিনি এ বিদ্যালয়ে  দীর্ঘ ১৫ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নত হয়েছেও শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এই প্রধান শিক্ষককে বিদায় জানাতে  হৃদয় ভারাক্রান্ত হচ্ছে।আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। 

পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ মাহমুদা খাতুনকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং উপজেলা প্রাথমিক শিক্ষকসমিতির সদস‍্যগন সহ গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।