২৬ ফেব্রুয়ারি, ২০২৫

চরাঞ্চলে নারী-বান্ধব আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি

চরাঞ্চলে নারী-বান্ধব আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি

চর এলাকার নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র কার্যকর ব্যবস্থাপনা ও নির্মাণের দাবিতে মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ফজলুপর চরে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে গণজমায়েত করেছেন।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নারী দলের সদস্য সাজেদা বেগম বলেন, "প্রতিবার বন্যা এলেই আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বাড়ির চারপাশে ও ঘরে পানি থাকায় টিনের চালায় আশ্রায় নিতে হয়।  বিশেষ করে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের বিপাকে পরতে হয়। তাই আমরা নারী ও কিশোরীদের জন্য উপযোগী নিরাপদ আশ্রয় কেন্দ্র চাই।"

স্থানীয় শেখ ফরিদ বলেন, বন্যার সময় চরাঞ্চলে রাস্তা ঘাট তলিয়ে যায় ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, আশ্রায়কেন্দ্র না থাকায় নিজ বাড়িতে নিরাপত্তার ঝুঁকিতে থাকে।

ফুলছড়ি উপজেলা জিকা কমিটির সদস্য মোঃ শাহিন আলম বলেন, বন্যার সময় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা নারীসহ সর্বস্তরের মানুষ মানবতর জীবনযাপন করে। এবং শিক্ষা ও চিকিৎসা সেবাও ব্যহত হয়। এ কারনে এই চরাঞ্চলে নিরাপদ আশ্রয় কেন্দ্র নির্মাণের  জোর দাবি জানাই।

ফজলুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী বলেন, দুর্যোগপ্রবণ চরাঞ্চলে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ আশ্রয়কেন্দ্র নাই । বন্যার সময়ে কৃষি ফসলি জমি তলিয়ে যায়।

গবাদি পশু নিয়ে দুশ্চিন্তা থাকে চরাঞ্চলে মানুষ।  এবং নারী, শিশু সহ সকলে নানা রকমের অসুবিধার সম্মুখীন হন, বিশেষ করে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং নিরাপত্তার দিক থেকে। তাই নারী-বান্ধব আশ্রয় কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি।

এসময় আরো বক্তব্য রাখেন, ফারজানা আক্তার, বাসেদ মিয়া ও উপজেলা জিকা কিমিটির সদস্য ইয়ারন বেগম প্রমুখ।

উল্লেখ্য, চর এলাকায় দুর্যোগপ্রবণতার কারণে নারী,শিশুদের  জন্য নিরাপদ আশ্রয়ের অভাব। তাই এ গণজমায়েত মধ্য দিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।