২৫ ফেব্রুয়ারি, ২০২৫

সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

সরিষাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ২৫ ফেব্রুয়ারি(মঙ্গলবার),সরিষাবাড়ী-দিগপাইত সড়কের মহাদান এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল আলম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব‍্যক্তির বাড়ি  বগুড়া জেলার শিবগঞ্জ থানার সোনাপুর গ্রামে।এ সময় বাবু(২৮) নামে একজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঐদিন সকালে  মোটরসাইকেল যোগে আশরাফুল আলম ও বাবু মিয়া  দুইজন জামালপুরের তুলশীপুর থেকে সরিষাবাড়ী উপজেলার পোগলদিগার বয়ড়া বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাদান এলাকায় পৌঁছেলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নারিকেল গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।  

এ সময় মোটর সাইকেল চালক আশরাফুলের মাথায় প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপরজন আরোহী  বাবু গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ  লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান।