২৬ মে, ২০২৩

অস্ত্র মামলায় চার যুবকের ১০ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় চার যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা জাহান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের দুলাল সরকার (২৬) ও বেতিল চরের জাকির হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। এ সময় পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে।

সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম, আসাদুল, দুলাল সরকার ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় পাইপগান ও চারটি কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

এপিপি মো. রফিকুল ইসলাম বলেন, আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দিয়েছেন। তবে আসামিরা জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।