২৪ ফেব্রুয়ারি, ২০২৫

২৩৬ রানের নড়বড়ে লক্ষ্য নিউজিল্যান্ডের সামনে

২৩৬ রানের নড়বড়ে লক্ষ্য নিউজিল্যান্ডের সামনে

বাংলাদেশের: ৫০ ওভারে  ২৩৬/৯

সবমিলিয়ে ২৩৬ রানে থামলো বাংলাদেশ দলের ব্যাটিং। জযের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২৩৭ রান।

চোট কাটিয়ে ম্যাচে ফিরেছিলেন মাহমুদউল্লাহ। তবে তার ব্যাট রান পায়নি। মাহমুদউল্লাহ হাতাশ করেছেন ভক্তদের, হতাশ করেছেন দলকেও। ১৪ বলে ৪ রান করে শর্ট থাডম্যানে  ক্যাচ তুলে দিলেন। এবারও বোলার ব্রেসওয়েল।

২৭ ওভারে নেই ৫ উইকেটে। রান মাত্র ১৩০। সেই ধকল কাটিয়ে উঠতে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল শান্ত ও জাকের আলী।

তানজিদের পর ফিরে গেলেন মেহেদী মিরাজও

তানজিদ তামিম যেমন ভালো শুরু করে ইনিংসটাকে বড় না করেই ফিরে গেছেন, তেমনই মেহেদী মিরাজও ভালো শুরুর পর ফিরে গেলেন সীমিত রানে। তিনি ১৪ বল থেকে ১৩ রান সংগ্রহ করে ফিরে গেছেন উইল ওরুর্কের বলে মিড অনে ক্রাচ দিয়েছে।

সতর্ক শুরুর পর ব্রেসওয়ালের বলে ফিরে গেলেন তানজিদ

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা সতর্কতার সাথেই হয়েছিল। তবে ভালো শুরুর পর ইনিংসটাকে বড় করতে পারলেন না ওপেনার তানজিদ হাসান।

মিশেল ব্রেসওয়ালের বলে শট খেলতে গিয়ে ফিরেছেন কেইন উইলিয়ামকে ক্যাচ দিয়ে।

ড্রেসিং রুমে ফেরার আগে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৪ বলে ২৪ রান।

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ।

রাতে শিশির পড়তে পারে বলে আগে বোলিং নিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টার। 

তবে টসে জিতলে বাংলাদেশও আগে বোলিং করতো বলে জানিয়েছন অধিনায়াক নাজমুল হাসান শান্ত।

বাংলাদেশ যদি আজকের ম্যাচ হেরে যায়, তাহলে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে টাইগার বাহিনীকে। একই সঙ্গে ক্ষীণ হয়ে যাবে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও।

সেক্ষেত্রে সেমিতে উঠে যাবে ভারত ও নিউজিল্যান্ড।