২৪ ফেব্রুয়ারি, ২০২৫

খেজুরের আমদানি বেশি হওয়ায় দাম একটু কম

খেজুরের আমদানি বেশি হওয়ায় দাম একটু কম

পবিত্র রমজানে গত বছর খেজুরের দাম বেড়েছির। শুল্ক-কর বাড়ানোর প্রভাব পড়েছিল খেজুরের দামে। দাম সহনীয় রাখতে এবার রোজার তিন মাস আগে খেজুরের শুল্ক-কর কমানো হয়েছে। তাতে আমানিতে খরচ কমে গেছে। এতে বাড়তে শরু করেছে খেজুরের আমদানি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, ১ জানুয়ারি থেকে ২২  ফেব্রুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে প্রায় ৫০ হাজার টন। গত বছর আমদানি হয়েছি ১৯ হাজার ৬৮৮ টন। অবশ্য ট্যারিক কশিনের হিসাবে, রোজায় খেজুরের চাহিদা ৬০ হাজার টন। বন্দর দিয়ে এখন প্রতিদিন খেজুর খালাস হচ্ছে। 

তাতে রোজা শুরুর আগে খেজুরের আমদানি চাহিদার চেয়ে বেশি হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।