সরকারি হিসেব মতে পাবনা জেলার ৯টি উপজেলায় ইটভাটা আছে ১৬৫টি।
এর মধ্যে পরিবেশ অধিপ্তরের তথ্য মতে, ১৪১ টি-ই চলছে অবৈধভাবে। ইটভাটা মালিক সমিতি বলছে, জেলার ৯ উপজেলায় প্রকৃতপক্ষে ইটভাটার সংখ্যা দুইশতাধিক।
এসব ভাটার অনেকগুলোতে ইট পোড়াতে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার করা হচ্ছে। ভাটার ধোঁয়া নির্গত হওয়ার চিমনিও টিনের তৈরি।
এতে প্রকৃতিতে বিরূপ প্রভাব পাশপাশি বিঘ্নিত হচ্ছে কৃষি উৎপাদন। কিন্তু ইটভাটা বন্ধে প্রশাসনের তেমন কোনো অভিযান দেখা যাচ্ছে না।