ইতিহাস বদলে ইতিহাস গড়ার দৌড় শুরু হয়েছে। এরই মধ্যে শুরুটা করেছেন ইউল ইয়াংকে দিয়ে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরিটা নিউজিল্যান্ডের এই অপেনারের।
করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেদিনব সেঞ্চুরি পয়েছেন ইয়াংয়ের সতীর্থ টম ল্যাথামও।
সেই যে শুরু হয়েছে—এরপর গতকাল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচ পর্যন্ত সেঞ্চুরির ধারাবহিকতা অব্যাহত রয়েছে।
গতকাল পর্যন্ত এবারের আসরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচেই কেউ না কেউ সেঞ্চুরী পেয়েছেন। নিউজিল্যান্ড-পাকিস্তান, বাংলাদেশ-ভারত ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি করে। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেঞ্চুরি হয়েছে একটি।