২৩ ফেব্রুয়ারি, ২০২৫

চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন আটক

চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন আটক

কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিম পাশে প্রবাসী বাড়ির ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১ টার পর থেকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে উপরোক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রবাসীর বাড়ি ডাকাতির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করা হয় হয়।

ডাকাতির ঘটনায় জড়িত গ্রেফতারকৃত   আসামীরা হলেন, কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ(৪২),
চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর  কাহারিয়াঘোনা খন্দকার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে মোহাম্মদ নয়ন(৪৫) ও চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা ঘাটপাড়া এলাকার কবির আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল(৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনা ঘটে যাওয়ার  ১৭ ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনায় জড়িত  উক্ত আসামি গুলো গ্রেফতার করতে সক্ষম হয়। প্রবাসীর বাড়ি ডাকাতি হওয়ার ঘটনার আশে পাশে এলাকায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো  পর্যালোচনা করে উপরোক্ত আসামীগুলো গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, অভিযানকালে আসামী মোঃ নয়নের দেওয়া তথ্যমতে তার পূর্ব মূখী বসত ঘরের পশ্চিম পার্শ্বে শয়ন কক্ষের ফ্রীজের পিছনে লূকোনো অবস্থায় লুণ্ঠিত ১২,০০০টাকার মধ্য হতে বিভিন্ন মানের নোট সর্বমোট ১০,৫০০টাকা উদ্ধার করা হয়। ঘটনার সময় আসামী মোঃ হানিফের পরিহিত গেঞ্জি গ্রেফতারের পর তার পরিধান হতে  এবং ঘটনার সময় ব্যাবহৃত তার পায়ের সেন্ডেল তার বাড়ি থেকে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য,  কক্সবাজারের  চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভাস্থ ০৪নং ওয়ার্ডের বাটাখালী শ্রীমন্ত দাশ এর নির্মানাধীন ৭ম তলা খালি বিল্ডিংয়ে ২২ ফেব্রুয়ারী রাত ২টা ৩০ মিনিটের  মধ্যে অজ্ঞাতনামা ০৭(সাত) জন মুখোশধারী ডাকাত নির্মানাধীন ভবনের উপরে ১ম তলায় মালামাল পাহারার জন্য  রাখা সুখান্দর দাশের ছেলে রবি দাশকে (৫০)  ছুরিকাঘাতের দেখিয়ে আন্ডার গ্রাউন্ডে থাকা দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশ (৪০) এর বাড়ির দরজা সু- কৌশলে খুলে ঘরে প্রবেশ করে।

ঘরে কোন পুরুষ লোক না থাকায় গৃহকর্তী  রুবি দাশ (৩০) তার প্রতিবেশী ভাগিনা সম্পর্কিত  বাপ্পু দাশকে মোবাইল ফোনে কল দেয়। ডাকাতরা ঘরে প্রবেশ  করে দারোয়ানকে হাত পা বেধেঁ ফেলে এবং হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে ভয় দেখায়। এছাড়া  গৃহকর্তীকে ছুরির ভয় দেখিয়ে ০৩ (তিন) ভরি স্বর্ণালংকার, ০৪(চার) ভরি রুপার অলংকার ও নগদ ১২,০০০(বার হাজার) টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতরা অনুমান ৩-৫ মিনিট সময় ব্যাপী ডাকাতি করে এবং বাপ্পু দাশ আসার পূর্বে  ডাকাতরা চলে যায়।