২৩ ফেব্রুয়ারি, ২০২৫

কোহলির সেঞ্চুরি, ভারতের জয়, পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

কোহলির সেঞ্চুরি, ভারতের জয়, পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

অবশেষে শেষ হলো ভারত পাকিস্তান মহারণ। সেই মহারণে পরাজিত দলের নাম পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ভারত হারাল ৬ উইকেটের বড় ব্যবধানে।

আজ রোববার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালও নিশ্চিত করলো রহিতের দল। ভারতের এই দারুণ জয়ে  রোমাঞ্চ ছড়িয়েছে কোহলির সেঞ্চুরি। 

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের প্রহর গুনতে শুরু করেছে স্বাগতিক পাকিস্তান। 

 

পাকিস্তানের বিপক্ষে ২৪১ রানের সহজ লক্ষ্য পেল ভারত 

ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। যেকোনো সময় যেকোনো কিছুই ঘটে যেতে পারে। চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান মহারণে ভারতের বিপক্ষে ২৪১ সংগ্রহ করেছে  পাকিস্তান। জিততে হলে ভারতকে করতে হবে ২৪২ রান।

অথচ ম্যাচের শুরুটা খুব খারাপ হয়নি পাকিস্তানের। বাবর-ইমাম মিলে ৪১ রানের জুটি গড়েছিলেন ওপেনিংয়ে। ৯ম ওভারের দ্বিতীয় বলে বাবর হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফেরার পর ইমামের এক আত্মঘাতী রান আউট।

এর পর থেকেই শুরু হয় ছন্দ পতন। বলার মতো ৭৬ বলে ৫ চারে ৬২ রান করেন সাকিল। রিজওয়ান  করেন ৭৭ বলে ৪৬ রান।

ইমামের রানআউটের পর

পাকিস্তান ১৪ ওভারে ৬১ রান/২

কুলদীপ যাদবের বলে মিডঅনে ঠেলে ১ রান নিতে চেয়েছিলেন ইমাম। তবে চরম দেখিয়েছেন অক্ষর প্যাটেল। তার সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরলেন ইমাম।

এই ম্যাচ দিয়ে তিনি আবার দলে ফিরেছেন। ফিরে এসে রান করেছেন ২৬ বলে ১০।