২৩ ফেব্রুয়ারি, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নয়

দীর্ঘ ১৭ বছর পর ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জয়নুল আবেদীন বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না।

তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার বিভিন্ন কৌশলে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের রায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তবে আপনাদের পরিণতি হবে হাসিনার সরকারের মতোই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, ইতিহাস তার প্রমাণ দিয়েছে।

সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন। 

প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। অবিলম্বে নির্বাচনের আয়োজন করতে হবে।

এ্যাডভোকেট জয়নুল আবেদীন তাঁর বক্তব্যে জামায়াত ইসলামের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে যারা দ্বৈতনীতি ও স্বার্থান্বেষী রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আকন কুদ্দুসুর রহমান, সাবেক এমপি ইসরাত সুরতানা ইলেন ভুট্র,মাহাবুবুল হক নান্নু, মোঃ হায়দার আলী লেলিন ও জীবা আমিনা আল গাজী।

সভার সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন, এবং পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।