কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় পেকুয়াগামী বালু ভর্তি ডাম্পারের চাপায় ২ ডেকোরেশন শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- মোহাম্মদ রুবেল (৩২),পিতা: হারুনুর রশিদ, সাং: দক্ষিণ মেহের নামা, ৯নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউনিয়ন, পেকুয়া,কক্সবাজার ও সেলিম উদ্দিন (২১),পিতা: মহি উদ্দিন, সাং: ছিরাদিয়া ৩নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউনিয়ন, পেকুয়া কক্সবাজার।
মাতামুহুরি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠান শেষ করে ডেকোরেশন শ্রমিকরা ডেকোরেশনের মালামাল ট্রলি করে দোকানের উদ্দেশ্য রওয়ানা দেন।
ডেকোরেশনের মালবাহী ট্রলিটি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনায় আসলে পিছন থেকে বালুবাহী ডাম্পারটি চাপা দেই। ফলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ২শ্রমিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।
তিনি আরো বলেন, ডাম্পারটি পালিয়ে যায়। ডাম্পার ও চালককে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান পরিচালনা করা হবে। এছাড়া নিহতদের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।