২২ ফেব্রুয়ারি, ২০২৫

রাতে বাঘের গর্জনের পর দিনে মিলল পায়ের ছাপ

রাতে বাঘের গর্জনের পর দিনে মিলল পায়ের ছাপ

বাগেরহাটের শরণখোলার কটকা অভয়ারণ্যে দুটি বাঘের বাচ্চাকে ঘিরে কৌতুহল আর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় প্রতি রাতেই শোনা যাচ্ছে বাঘের গর্জন। আর দিনে আলো দেখা মিলছে কটকা অফিসের আশপাশের বাঘের পায়ের ছাপ। এতে কিছুটা আতঙ্কিত বনরক্ষীরা।

বনরক্ষীরা জানিয়েছেন, কটকা অভয়ারণ্যে সম্প্রতি বাঘের আনাগোনা বেড়েছে। গত কয়েকদিন ধরেই কটকা বন অফিস সংলগ্ন এলাকায় রাতে শোনা যাচ্ছে বাঘের গর্জন।

তাছাড়া একটি বাঘিনীকে দুটি বাচ্চা নিয়ে ঘুরাঘুরিও করতে দেখা গেচে। এর আগেও বড়কটকা এলাকয় একটি বাঘকে খাল পাড়ি দিয়ে গহীন বনের দিকে চলে যেতে দেখেছেন পর্যটকরা।

দিনের আলোয় আশেপাশে দেখা গেছে বাঘের  পায়ের ছাপ। এ অবস্থায় রাতে অফিস থেকে বাইরে বের হচ্ছেন না না বনরক্ষীরা। চারপাশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।