২২ ফেব্রুয়ারি, ২০২৫

শেষ চারে যেতে লড়াই করবে বাংলাদেশ

শেষ চারে যেতে লড়াই করবে বাংলাদেশ

নিজেদের প্রথম ম্যাচ ভারতের সাথে হেরে পাকিস্তানে বাংলাদেশ দল। সাথে আছে নানা আফসোস। সেসব আফসোস পেছনে ফেলে আজ আলোঝলমলে শহরে দ্বিতীয় ম্যাচ খেলার অপেক্ষায় শান্ত বাহিনী।

পাকিস্তানের রায়ালপিন্ডিতে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে খেলবে স্বাগতিক পাকিস্তান।

খেলাটি যেহেতু ক্রিকেট—তাতে যে কোনো সময় যেকোনো ধরণের সমীকরণ আর ইতিহাস আপনার সামনে এসে দাঁড়াতে পারে।

বাংলাদেশ যদি এরপর শেষ চারে চলে যায়, আগামী ৫ মার্চ লাহোরে ফাইনাল। সেই সেমিফাইনালে জিতলে ওদিকে ভারত যদি ফাইনালে উঠে, তাহলেই কেবল ৯ মার্চের শিরোপনা নির্ধারণী ম্যাচের আগেই আবার দুবাই ফিরতে পারবেন মুফিকুর রহিমরা। না হলে লাহোর অথবা দুবাই বিমানবন্দর হয়ে ফিরতে হবে দেশে।

আপনি যাই ভাবেন না কেন ভারতের সাথে হারের পর সেমিফাইনাল অথবা ফাইনাল খেলার মতো আত্মবিশ্বাসটা খোদ দলের ভেতরই বিরাজ করছে। গ্রুপ ‘এ’-তে এখন পর্যন্ত দুটি জয়ি দলের নাম নিউজিল্যান্ড ও ভারত। হারের তালিকায় পাকিস্তান ও বাংলাদেশ।

গ্রুপের অন্য দলগুলোর পরের ম্যাচগুরোর ফলাফল বাংলাদেশের দিকে যদি এসেই পরে তাহলে সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে।

ভারতের কাছে ৬ উইকেটে হারের পরও দলের আবহ থেকে সে রকই কিছুই বিশ্বাস পাওয়া যাচ্ছে। অঙ্কের হিসেবে তো বটেই, তাদের মনও বলছে, টুর্নামেন্টটা এখনো বাংলাদেশের জন্য খোলা রয়েছে।

এদিকে মাংসপেশিতে টান পড়া তাওহীদ হৃদয়ও এখন সুস্থ হয়ে গেছেন। চোটের কারণে প্রথম ম্যাচে না খেলা মাহমুদউল্লাহর স্ক্যান রিপোর্টও ভালো। এখন শুধু সেরে ওঠার অপেক্ষা।