২২ ফেব্রুয়ারি, ২০২৫

রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

এরপর শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এর আগে, ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এছাড়া, দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রসঙ্গত, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একুশে বইমেলার আজ ছিল দ্বিতীয় দিন। মেলায় সর্বসাম্প্রতিক প্রকাশিত বইসহ বিভিন্ন বিষয়ের বই দর্শক ও ক্রেতাদের আকৃষ্ট করে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান এই মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।