২২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের সঙ্গে খেলতে কী বেশি চাপে পড়েছিলেন কোহলি

বাংলাদেশের সঙ্গে খেলতে কী বেশি চাপে পড়েছিলেন কোহলি

ক্রিকেটে বেশ কিছুদিন ধরে ভালো সময় কাটছে না ভিরাট কোহলির। টেস্ট, ওয়ানডে ও টি--টোয়েন্টি এই তিন সংস্করণ মিলিয়ে গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশের সাথে গতকালকের ম্যাচ পর্যন্ত খেলা ১০ ইনিংসে কোলি ৫০ হাঁকিয়েছেন মাত্র একটি।

সেই ইনিংসটাও ছিল ৫২ রানের। ৫৫ বলে ৭ চার ও এক ছয়ে খেলা সেই ইনিংসটি দলের জয়ে খুব যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তা নয়।

এ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৬৫ রান করেছিল ভারত। সেই ম্যাচে শুবমান গিল ১০২ বলে করেছিলেন ১১২ রান। এতে ভারত ম্যাচটি জিতেছিল ১৪২ রানে।

ওই জয়ের পর গতকাল বাংলাদেশের সাথে ভারত জিতেছে।  চ্যাম্পিউনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারত জিতলে কোহলি ৩৮ বলে ২২ রান করে আউট হয়েছেন।

কোহলির বাংলাদেশ ইনিংসের পর ক্রিকেটবিশ্বে আবারো আলোচনা শুরু হয়েছে তার ছন্দ নিয়ে। কীভাবে তিনি ছন্দে ফিরতে পারেন, সেই আলোচনাও চলছে ভারতের ক্রিকেট মহলে।