২১ ফেব্রুয়ারি, ২০২৫

কেন খেলানো হচ্ছে না মাহমুদউল্লাহ ও নাহিদ রানাকে

কেন খেলানো হচ্ছে না মাহমুদউল্লাহ ও নাহিদ রানাকে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন অধিনায়ক নাজমুল হোসেনের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রায় পুরোটাই ছিল নাহিদ রানাকে নিয়ে। 

ভারতীয় সংবাদমাধ্যমের বেসশির ভাগ প্রশ্নই ছিল বাংলাদেশের এই পেসারকে নিয়ে। অথচ প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে খেলানো হয়নি বাংলাদেশের অভিজ্ঞ মাহমুদউল্লাহকেও। দলের ভেতর সবয়েছে অভিজ্ঞ এই খেলোয়ারের সেরা একাদশে না থাকাটাও বিস্মিত করেছে অনেককে।

প্রথম ম্যাচ শুরু হওয়ার পর বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমামের কাছে  জানতে চাওয়া হয়েছিল এই খেলোয়ারের দলে না থাকার বিষয়ে। নাহিদ রানার না খেলার কারণ হিসেবে নিরাপদ কারণের কথা বলেছেন তিনি। এমন ম্যাচে নাহিদ রানা নাকি খেলছেন না ‘টিম কম্বিনেশনের কারণে’!

এদিকে দুবাইয়ের যাওযার পর সেখানে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউ্লোহর। সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফলে মাহমুদউল্লাহও খেলছেন না।

টিম ম্যানেজমেন্ট একটি গণমাধ্যমকে জানিয়েছিল— ভারত ম্যাচের জন্য বিবেচনায় আছেন নাহিদ রানা। এজন্য আইসিসি অনুশীলন মাঠে কিছুক্ষণ বোলিংও করেছিলেন নাহিদ রানা।

বিপিএলে টানা ম্যাচ খেলেছেন রংপুরের হয়ে। তাতে শেষ দিকে  নাহিদ রানার বলের গতিও কমে এসেছিল। টানা ম্যাচ খেলে চ্যাম্পিয়নস ট্রফির আগে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন কি না, এমন প্রশ্ন উঠেছিল তখনই।

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথ ও গুরুত্বপূর্ণ ম্যাচে নাহিদ রানার একাদশে না থাকাটা আবারও তুলে দিচ্ছে সেই ‘ক্লান্ত’ হওয়ার প্রশন্টা। তবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে টিম কম্বিনেশনের কারণেই নাকি একাদশে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে।

নানাসব ব্যাখা থাকুক নাহিদ রানার না খেলার পিছনে। তবে নাহিদ রানা না থাকলেও বাংলাদেশ দলে খেলানো হয়েছে তিন পেসারকে। সেই তালিকায় আছেন তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে পেসার হিসেবে নাহিদ রানার চেয়ে এই তিন পেসারকেই যতেষ্ট মনে করেছে টিম ম্যানেজমেন্ট।

অথচ ম্যাচের আগে ভারতীয় শিবিরে এক নাহিদ রানাকে নিয়েই সব আলোচনা, জল্পনা কল্পনা। সে ই ম্যাচে নাহিদ রানাকে বাদ রাখা হয়েছে টিম কম্বিশনের কারণে। টিমের এই ভাবনাটা এখন অনেকটা বিস্ময়করই।তিনজনকে নাহিদ রানার চেয়ে শ্রেয়তর মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। ভারতীয় শিবিরে যে ম্যাচের আগে এক নাহিদ রানাকে নিয়েই সব আলোচনা, সে ম্যাচে তাঁকে বাদ দিয়ে ‘টিম কম্বিনেশন’ ভাবাটা বিস্ময়করই।