২০ ফেব্রুয়ারি, ২০২৫

সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসনাত সকালে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হাসনাতিন রেজওয়ানা চৌধুরী, মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় স্কুলের বিভিন্ন শ্রেণির প্রায় দুই শত শিক্ষার্থী অংশ নেয়।

বিকেলে কৃতি প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।