২০ ফেব্রুয়ারি, ২০২৫

আমিও কথা রাখিনি

আমিও কথা রাখিনি

তুমি তো কথা দিয়েছিলে

কিন্তু কথা রাখোনি—
তা রাখবাই বা কেন?
কথা তো আমিও রাখিনি—
তোমার দেয়া স্মৃতিগুলো
মুছে ফেলতে পারিনি—
তোমার সাজানো স্বপ্নগুলো 
আমি বাঁধতে পারিনি—
তোমার স্পর্শগুলোর অনুভূতি—
কখনো ছাড়তে পারিনি—
তোমার দেয়া ক্ষতগুলো
আজও সারাতে পারিনি—
ভুলে যাবো ভেবেও
তোমায় ভুলতে পারিনি—
হ্যাঁ, আমিও কথা রাখিনি।

মুক্ত/ আরেফিন