দিনাজপুরের বিরলে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করার ঘোষণা দেয়ায় আলু চাষীদের সব দাবি মেনে নিয়েছে হিমাগার কর্তৃপক্ষ।
বুধবার বিকালে উপজেলার ৪নং শহরগ্রাম ইউপির বটতলী বাজারে স্থানীয় আলু চাষিরা ৬ দফা দাবি আদায়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করার ঘোষণা দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিকাল ৩টার দিকে বটতলী বাজারে জোড় হতে থাকে এ সময় শাহী কোল্ড স্টোরেজ/ শাহী হিমাগার এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেলোয়ার হোসেন মুঠোফোনের মাধ্যমে আলু চাষিদের ৬ দফা দাবির মধ্যে ৩টি দাবী মেনে নিলে আলু চাষিরা শান্ত হোন এবং বাকী ৩ টি দাবী পরবর্তীতে আলোচনা সাপেক্ষে বিবেচনার আশ্বাস দেন।
পরে হিমাগার শাহী হিমাগার এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি'র) পক্ষে স্থানীয় আলু চাষীদের বার্তা দেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ (কালু)।
এ সময় শতাধিক আলু চাষী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহী হিমাগারের ম্যানাজার গোলাম রব্বানী।