২৪ মে, ২০২৩

উল্লাপাড়ায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে এক যুবক নিহত

উল্লাপাড়ায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে এক যুবক নিহত

মঙ্গলবার গভীর রাতে সুমন হোসেন (২২) নামের এক যুবক অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় কবরস্থানের পাশে। সুমন হোসেন উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল আলীমের ছেলে।

সুমনের পরিবার সূত্রে জানা গেছে, সুমন অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় উক্তস্থানে মোড় ঘুরতে গিয়ে অ্যাম্বুলেন্সটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।