সারা দেশে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি'র অনির্দিষ্টকালের কর্মবিরতি অংশ হিসেবে বিরলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বিরল উপজেলার এ আই টেকনিশিয়ানরা।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে বিরল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর কার্যালয় চত্বরে ৭ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ এ আই টি কল্যাণ সমিতি'র দিনাজপুর জেলা সভাপতি সেলিম বাদশা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর নের্তৃত্বে অবস্থান নেন এ আই টেকনিশিয়ানরা।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঠাকুরগাঁও উপ-পরিচালক অমল কুমার রায় বাংলাদেশ এ আই টি কল্যাণ সমিতি'র জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবী গুলো গুরুত্ব সহকারে শুনে তাদের যৌক্তিক দাবি বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা করা হবে বলে আশ্বাস দেন।
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঠাকুরগাঁও উপ-পরিচালক অমল কুমার রায় জানান ইতি মধ্যে সারাদেশে চলমান এ আই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ৭ দফা দাবি'র ব্যপারে কৃত্তিম প্রজনন কেন্দ্র কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন আশাবাদী খুব শীগ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গত ২ ফেব্রুয়ারি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক বরাবরে, অস্তিত্ব রক্ষার লড়াই ৭ দফা দাবীতে আগামী ১০ই ফেব্রুয়ারী হইতে অনির্দিষ্টকালের কর্মবিরতী প্রসঙ্গে।
দিনাজপুর জেলা বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি'র সভাপতি সেলিম বাদশা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাক্ষরিত লিখিত কাগজ প্রেরণ করে, লিখিত কাগজে "বিষয়টি ইতিমধ্যে আমরা মাননীয় উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক মহোদয়দের অবহিত করেছি বলেও উল্লেখ করা হয়েছে।
গত ১০ই ফেব্রুয়ারী থেকে কর্মবিরতি কর্মসূচি চলমান রয়েছে। ৭ দফা দাবি গুলো হলো ১। এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মান জনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিচালিত করতে হবে।
২। একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচে, যথাযথ প্রক্রিয়া বিহীত প্রশিক্ষণ) বাতিল করতে হবে। ৩। এতগুলো বেসরকারী কোম্পানীকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা
অযৌক্তিক। টার্গেট পূরনের বাধ্যবাধকতা শিথিল করতে হবে। ৪। এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। ৫। সরকারী সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। ৬। বেসরকারী এআই কর্মীদের উপজেলা প্রাণিসম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারী করতে হবে। ৭। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান তরান্বিত করতে হবে।