১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ধুনটে নাশকতার মামলায় আওয়াী লীগ নেতা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

ধুনটে নাশকতার মামলায় আওয়াী লীগ নেতা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বগুড়ার ধুনট উপজেলায় সাবেক এমপির গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোসাইবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে লিয়াকত আলী লিটন (৫২), চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য দিঘলকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে হুমায়ন কবির সুজন (৩৮) ও পাকুড়িহাটা গ্রামের সোলায়মান আলীর ছেলে আবুল কাশেম (২১)।

মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ি বহরে হামলা, ভাংচুর ও ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।