১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধীদের একাংশ নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দিয়েছেন

বৈষম্যবিরোধীদের একাংশ নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দিয়েছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নতুন একটি ছাত্রসংগঠনের ঘোষণা দিয়েছেন। এই সমন্বয়কেরা দুই দিনের জনমত জরিপ করে সংগঠনের বিস্তারিত ঘোষণা করা হয়েছে।

তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যারয়ে দুই দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে নতুন ছাত্রসংগঠনের ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়র মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, হাসিব আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আবু বাকের মজুমদার বলেছেন, ‘আমাদের কাঙ্ক্ষিত সংগঠনের নাম ও আত্মপ্রকাশের তারিথ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দুই দিন অনলাইন ও অফলাইনে জনমত জরিপের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো বলেন, এই সংগঠন কোনো লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি করবে না। এর স্লোগান হবে ১স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট।’

এদিকে এই ঘোষণার পরে অনলাইন এবং অফলাইনের আলোচনার ঝড় উঠেছে। কৌতুহলীদের মনে প্রশ্ন, তবে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেলো?

এই ঘোষণার পরে আলোচনার ঝড় ওঠে অনলাইন ও অফলাইনে। কৌতূহলীদের মনে প্রশ্ন, তবে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেলো?