১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতিকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতিকে সংবর্ধনা

 ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান  ব্রাহ্মণ বাড়িয়া আইনজীবী সমিতির  নির্বাচনে  সভাপতি  নির্বাচিত হওয়ায় এডঃ এ কে এম কামরুজ্জামান মামুন কে  নাসিরনগর উপজেলার বি এন পি সহ সকল  অঙ্গ- সংগঠনের নেতা কর্মীদের  পক্ষ থেকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 ১৮ ফেব্রুয়ারি  ১ ঘটিকায়  নাসিরনগর সরকারি    প্রাইমারি শিক্ষক সমিতির  মাঠে  বি এন পির উপজেলা সিনিয়র সহ - সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা জজ আদালতের জি, পি  এডঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ আবিদ ।

সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ এডঃ শামসুল হক লিটন,সিনিয়র সহসভাপতি ব্রাহ্মণ বাড়িয়া আইনজীবী সমিতি, প্রধান বক্তা  উপজেলা  বি এন পির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন  আবু শামীম আরিফ ( ভি পি শামীম) জেলা বি এন পির সদস্য,এডঃ মোঃ হানিফ  সাংগঠনিক  সম্পাদক জাতীয়তাবাদী ফোরাম, এডঃ নুরুজ্জামান লস্কর তপু যুগ্ম সাধারণ সম্পাদক  আইনজীবি ফোরাম, এডঃ আব্দুর রহিম।  

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল আবুল কাসেম শাহনেওয়াজ চৌধুরী  প্রমুখ।  অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন উপজেলা বি এন পির  যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার,ও সিরাজুল ইসলাম।