রাজধানীর বৈরুতে ইরানের উড়োজাহাজ অবতরণের অনুমতি দেয়নি লেবানন। গত সপ্তাহ থেকে এবং অন্তত দুটি ঘটনার কথা জানতে পেরেছি আমরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দিলে ইসরাইল সেটা ভূপাতিত করতে পারে। এরপর লেবানন এমন উদ্যোগ নিয়েছে বলে দেশটি নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র গতকাল শনিবার এফএপিকে এ তথ্য জানিয়েছেন।
শত্রু জানায় প্রথম কোন ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ঐদিন লেবারনের কর্তৃপক্ষ ইরানকে একটি বার্তা পাঠায় তাতে বলা হয় বৈরুতগামী একটি উড়োজাহাজ যেন উড্ডয়ন না করে।
যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবানন সরকারকে একটি বার্তা দেয় ইসরাইল।
বলা হয় যদি ইরানের কোন উড়োজাহাজ নামতে দেয়া হয় তাহলে লেবাননের বিমান বন্দরকে লক্ষ্য বস্তু বানানো হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র লে এই ভক্তিকে ইসরাইল বেশ গুরুত্ব দিচ্ছে।
লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেশটির সরকারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উড়োজাহাজ না আমার অনুমতি দেয়া হয়নি। উড্ডয়নের আগেই এই বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে সূত্রটি জানায়।
আরেকটি ঘটনা ঘটে গত শুক্রবার ঐদিন রাত ওই দিন ইরান থেকে ভৈরোগগামী আরেকটি উড়োজাহাজে আটকে দেয়া হয় এরপর এরা অভিমুখী সড়ক অবরোধ করে।
ইসরাইল এর আগে বেশ কয়েকবার অভিযোগ করেছে ইরান থেকে অস্ত্র আনতে হিজবুল্লা বৈরুত বিমানবন্দর ব্যবহার করছে । তবে হিজবুল্লাহ লেবাননের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।